মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১৬

বাংলাভাষা নেটওয়ার্ক -প্রস্তাবনা

বাংলাভাষা নেটওয়ার্ক-প্রস্তাবনা

        বাংলাভাষা নেটওয়ার্ক -প্রস্তাবনা


বাংলাভাষা নেটওয়ার্ক -প্রস্তাবনা











অহনলিপি-বাংলা১৪ ডিফল্ট ইন্টারনেট সেটিং
(AhanLipi-Bangla14 Default Internet setting)

(Default font setting ডিফল্ট ফন্ট সেটিং)

on internet(Mozilla Firefox)
(top left) Tools  
              Options > contents
              Fonts & Colors
              Default font:=AhanLipi-Bangla14
                        Advanced...
                                    Fonts for: =Bengali
                                    Proportional = Sans Serif,   Size=20
                                    Serif=AhanLipi-Bangla14
                                    Sans Serif=AhanLipi-Bangla14
                                    Monospace=AhanLipi-Bangla14,  Size=20
                                    -->OK
            Languages
            Choose your preferred Language for displaying pages
            Choose
            Languages in order of preference
            Bengali[bn]
            -->OK
  --> OK

          এবারে ইন্টারনেট খুললে ‘অহনলিপি-বাংলা১৪’ ফন্টে সকলকিছু দেখা যাবে৤ নেটে একই ফন্টে সব কিছু লেখাও যাবে৤

              





বাংলাভাষা নেটওয়ার্ক 





সবিনয় নিবেদন,

     পৃথিবীর নানা স্থানে যে-সকল সংগঠন বাংলাভাষা নিয়ে কাজ করছেন, বাংলাভাষার প্রসার, প্রচার, উন্নয়ন, গবেষণায় যুক্ত আছেন তাঁদের নাম, ঠিকানা, প্রতিষ্ঠার বছর, ফোন, ইমেল, সাইটের ঠিকানা ইত্যাদি এখানে প্রকাশ করা হবে৤ পরস্পর যোগাযোগ ও মতবিনিময়ের জন্য৤ তাতে বিশ্বব্যাপী বাংলাভাষী মানুষের মধ্যে যোগাযোগ বাড়বে৤ বাংলাভাষার উন্নয়ন নিয়ে কাজ এগোবে৤
          যেমন ধরি বাংলা বানান নিয়ে যে-সমস্যা তা কেমন করে কাটবে তার পরামর্শ করা, কিংবা সহজে বাংলা শেখার পথ-পদ্ধতি কী হতে পারে তা নিয়ে আলোচনা করা, বাংলাভাষার কারিগরি উন্নয়নে কী কী করতে হবে ইত্যাদি৤ 
          বাংলা যেমন উন্নত ভাষা, তেমনি সম্প্রতি শোনা যাচ্ছে যে বাংলাই পৃথিবীর মধুরতম ভাষা, কিন্তু তা লেখা, শেখা, পড়ায় সমস্যা আছে৤ বাংলাসাহিত্য নোবেল পুরস্কার পেয়েছে(১৯১৩), স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষার লেখক, সত্যজিৎ রায় পেয়েছেন বাংলা চলচ্চিত্রের জন্য স্পেশাল অস্কার পুরস্কার (১৯৯২), লিজিয়ন অব অনার(১৯৮৭), বাংলা সাংবাদিকতার জন্য অমিতাভ চৌধুরী পেয়েছেন ম্যাগসেসে পুরস্কার((১৯৬১)৤ 
          গুণে, মানে, ভাব প্রকাশে বাংলা ভারতের শ্রেষ্ঠ ভাষা, এবং পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভাষাও৤ এতসব গুণপনা যার সেই বাংলা আমাদের মাতৃভাষা৤ সকলের আদর ভালোবাসায় বাংলাভাষা পরিবেষ্টিত থাক৤ আমরা যদি আমাদের হৃদয়দুয়ার, বাংলার জন্য খুলে দিই, তবে এই ত্রিশ কোটি হৃদয়তাপে বাংলা বড় আরামে আনন্দে সুখে থাকবে৤ সুখে দিন কাটুক তার, সদা হাস্যমুখ দেখি যার, মা আমার৤ 
          বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা বাংলাভাষী রাজ্য, এছাড়া বাংলাভাষার প্রভাব আছে ভারতে বহু অঞ্চলে, আসাম, ঝাড়খণ্ড, ওড়িশা, আন্দামান, দণ্ডকারণ্য, কর্ণাটক ইত্যাদি ইত্যাদি৤ পৃথিবীর নানাদেশে বাংলাভাষার প্রভাব আছে৤ আফ্রিকা মহাদেশের সিয়েরা লিয়োন দেশটিতে বাংলা তাঁদের দ্বিতীয় রাষ্ট্রভাষা৤ পুবে সিঙ্গাপুর, পশ্চিমে আমেরিকা, ইংলন্ডে বাংলাভাষার প্রভাব আছে, মধ্যপ্রাচ্যে বাংলার প্রভাব আছে৤ সেসব অঞ্চলের মানুষ তাঁদের অভিজ্ঞতার কথা বলুন৤ সুবিধা, সমস্যা, সংকট, অবহেলা, আগ্রহের কথা বলুন৤ আমাদের অভিজ্ঞতা, জ্ঞান বাড়ুক৤ সারা পৃথিবী জুড়ে বাংলাভাষীরা একটা পরিবার হয়ে উঠুক৤
          একটি সংগঠন তৈরি করে এ উদ্দেশ্যে ব্লগের এবং ইমেলের মাধ্যমে যোগাযোগ রক্ষা করলে মতবিনিময়ের কাজটি সহজ হবে৤ এজন্য সংগঠনের নামে একটি ব্লগ তৈরি করা হয়েছে (BanglaBhashaNetwork.blogspot.com-বাংলাভাষা নেটওয়ার্ক)৤ 

প্রস্তাবনা: http://banglabhashanetwork.blogspot.in/2016/03/blog-post.html
     যেসকল সংগঠনকে এখানে সমবেত করতে চাওয়া হয়েছে তাঁদের সকলের নাম এখানে দেখানো হল৤ তাঁদের সকলকে ব্লগে যুক্ত করা হয়েছে৤ এই অন্তর্ভুক্তির বিষয়ে সকলে দয়া করে তাঁদের সম্মতি জানাবেন এবং সঙ্গে সঙ্গে তাঁদের প্রতিষ্ঠার বছর উল্লেখ করে বাধিত করবেন৤
          অন্য আর কোনও সংগঠন এছাড়া থাকলে তাঁরাও দয়া করে যোগাযোগ করে তাঁদের নাম অন্তর্ভুক্ত করে বাধিত করবেন৤ এ ব্যাপারে কিছু বলার থাকলে, বা আলোচ্য থাকলে দয়া করে নিচের ঠিকানায় যোগাযোগ করবেন৤

বিনীত,
পরিমল রায়
সম্পাদক, বাংলাভাষা সমিতি
৯১/২, ডাঃ গিরীন্দ্রশেখর বসু রোড, মণীশ পার্ক, কোলকাত-- ৭০০ ০৩৯, পশ্চিমবঙ্গ, ভারত৤
মোঃ +৯১ ৯০৫১ ৫৩০৮ ১৬  ইমেল: manojkumardgirish@yahoo.com

       মেল করুন: manojkumardgirish@yahoo.com


       ব্লগ সাইটটি ঠিক ঠিক ভাবে পড়তে হলে নিচে দেওয়া লিংক থেকে ফন্টপ্যাকেজ ডাউনলোড করুন, আর ব্যবহার করুন৤ এই ফন্টটি ইউনিকোড ফন্ট, এবং অতি আধুনিক দ্বিতীয় প্রজন্মের ফন্ট৤
           

download the Unicode font package. Drag and drop the font(AhanLipi-Bangla14.ttf) in windows Font folder(C:\windows\fonts),  run setup(setup.exe) for Keyboard. Every detail is available in several files in that package.

       এ ব্যাপারে কিছু বলার থাকলে, বা আলোচ্য থাকলে দয়া করে উপরের ঠিকানায় যোগাযোগ করবেন৤
      

       ধন্যবাদ সহ,  

       বাংলাভাষা নেটওয়ার্ক 


    



বাংলাভাষা নেটওয়ার্ক


















কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন